স্থলবন্দরে দুর্নীতির বিষয়ে পদক্ষেপ নেবো: নৌপ্রতিমন্ত্রী

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বিষয়ে দুর্নীতির যে ১৪টি উৎস চিহ্নিত করেছে দুদক সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, দুদককে ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদের মন্ত্রণালয়ের বিষয়ে মনোযোগ দিয়েছে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া আমাদের চ্যালেঞ্জ। তাদের প্রতিবেদন আমরা স্বাগত জানাই। এটা দলিল হিসেবেই নিচ্ছি। আমরা যথাযথ পদক্ষেপ নেব।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে দুদক কমিশনার ড. মোজাম্মেল হকের কাছ থেকে সুপারিশমালা গ্রহণ করার পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

কিছু ব্যবস্থা ইতোমধ্যে নেয়া হয়েছে জানিয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আর কিছু সমস্যাও আছে, সেটা অস্বীকার করা যাবে না। আমরা দুদকের প্রত্যেকটা কথাই গ্রহণ করেছি। পর্যবেক্ষণ করে অবশ্যই ব্যবস্থা নেব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ১১ বছরে এ সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি তার ধারাবাহিকতা রক্ষা করছি।