বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ নারী নিহত

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : রাজধানীর বনানীর সেতু ভবনের সামনে মোটরসাইকেল (স্কুটি) দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত স্কুটিতে সাংবাদিক লেখা স্টিকার রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুলদানা আক্তার কচি ও সোনিয়া। এদের মধ্যে দুলদানা কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার মৃত সৈয়দ ফজলুল হকের মেয়ে ও পার্ল ইন্টারন্যাশনালের টেরিটরি অফিসার এবং সোনিয়া ভোলার মাছদেলছড়িয়ার রুহুল আমিনের মেয়ে বলে জানা গেছে। সোনিয়া ভাই রুবেলের সঙ্গে মিরপুরের শাহআলীতে থাকতেন বলেও জানা গেছে।

বনানী থানার ডিউটি অফিসার মো. ফজল ইসলাম গনমাধ্যমে জানান, ওই সেতু ভবনের সামনে সড়কে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় একটি স্কুটিতে থাকা দুই নারী ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই দুই নারীকে অচেতন অবস্থায় ঢামেকে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক রাত দেড়টার দিকে দু’জনকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত স্কুটির সামনে সাংবাদিক লেখা স্টিকার রয়েছে বলে জানান ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা।