অমিতের পদত্যাগ চায় সোনিয়া, শান্তির বার্তা মোদির

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ইস্যুতে চলমান ভয়াবহ সহিংস ঘটনা বন্ধ করতে ব্যর্থ হওয়ার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগের দাবি করেছেন দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী।

আজ (২৬ ফেব্রুয়ারি) দলটির ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এছাড়া কংগ্রেসের পক্ষ থেকে আজ বিকেলে দিল্লিতে শান্তি মিছিল করা হয়। এতে কংগ্রেসের শীর্ষ নেতা-নেত্রীসহ বহু মানুষজন বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়।

সংবাদ সম্মেলনে সোনিয়া গান্ধী বলেন, ‘দিল্লির বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক! একটি পরিকল্পিত ষড়যন্ত্রের ফলে পরিস্থিতির অবনতি ঘটেছে। দেশবাসী এই ষড়যন্ত্রকে দিল্লি বিধানসভা নির্বাচনের সময়েও দেখেছে। বিধানসভা নির্বাচনে বিজেপি নেতারা উস্কানিমূলক বক্তৃতা দিয়ে ভয় ও বিদ্বেষ ছড়িয়েছেন। দিল্লির পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকার এবং বিশেষভাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দায়ী। এ জন্য দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।’

সোনিয়া আরও বলেন, ‘দিল্লির মুখ্যমন্ত্রী ও দিল্লি সরকারও শান্তি ও সদ্ভাব বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ ও দায়ী। উভয় সরকারের দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য দেশের রাজধানী এই ট্র্যাজেডির শিকার হয়েছে। গত ৭২ ঘণ্টায় একজন কনস্টেবলসহ বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। গুলি ও সহিংসতায় আক্রান্ত হয়েছেন কয়েকশ। রাস্তায় রাস্তায় হিংসার ছাপ। দিল্লির পুলিশ এখনও অকেজো হয়ে বসে রয়েছে।’

এদিকে গত তিনদিন ধরে দিল্লিতে ভয়াবহ সহিংস ঘটনার পরে আজ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটার বার্তায় শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘শান্তি এবং সম্প্রীতি আমাদের সংস্কৃতির মূল কথা। দিল্লির ভাই-বোনেদের কাছে অনুরোধ, সর্বদা শান্তি এবং ভ্রাতৃত্ব বজায় রাখুন। যত দ্রুত সম্ভব দিল্লিতে শান্তি এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসাটা জরুরি।’

মোদি সবাইকে আশ্বাস দিয়ে বলেন, দিল্লির বিভিন্ন প্রান্তের পরিস্থিতি খতিয়ে দেখেছি আমি। অতি দ্রুত যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়, শান্তি ফিরে আসে, সেজন্য পুলিশ ও অন্য সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করে চলেছে।