লক্ষ্মীপুরে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরের বেগমগঞ্জ সড়কের বটতলী এলাকায় প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন গনমাধ্যমে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লক্ষ্মীপুরের বেগমগঞ্জ সড়কের বটতলী এলাকায় প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন ও নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে।