পদত্যাগকারী মাহাথিরই ফের প্রধানমন্ত্রী

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : মাহাথির মোহাম্মদের পদত্যাগপত্র গ্রহণের পর আবারও তাকে মালয়েশিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা সুলতান আব্দুল্লাহ। নতুন প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে একটি আদেশ জারি করেছেন সুলতান আব্দুল্লাহ।

মালয়েশিয়া সরকারের মুখ্য সচিব মোহাম্মদ জুকি আলি বলেন, সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেন দেশটির রাজা আবদুল্লাহ রিআয়াতুদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ।

এর আগে, সোমবার দুপুরে আচমকা পদত্যাগ করেন মাহাথির মোহাম্মদ। পদত্যাগের পর স্থানীয় সময় বিকেল ৫টায় তিনি মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ’র সঙ্গে দেখা করতে রাজপ্রাসাদে যান। এসময় পুনরায় তাকে দেশটির অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা।