নতুন করে ৩ লাখ মানুষের কর্মসংস্থান করবে বসুন্ধরা গ্রুপ

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : আরও একটি বৃহদাকার নতুন কারখানা নির্মাণের ঘোষণা দিলো বসুন্ধরা গ্রুপ। যেখানে একসাথে কাজ করতে পারবে কমপক্ষে তিন লাখ মানুষ। এক্ষেত্রে সরকার সার্বিক সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁওয়ে গড়ে ওঠা বিটুমিন প্ল্যান্টের উদ্বোধন করে এসব কথা বলেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। অনুষ্ঠান শুরুর আগে ব্যক্তিগত আলোচনার সময় অর্থমন্ত্রীকে এই প্রতিশ্রুতি দেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী জানান, অনুষ্ঠান শুরু হওয়ার আগে বসুন্ধরা চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সাথে আমার আলোচনা হচ্ছিল। একসাথে তিন লাখ জনশক্তি কাজ করতে পারবে এমন একটি কারখানায় তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন বসুন্ধরা চেয়ারম্যান।

অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রামের মিরেরসরাই ইকোনমিক জোনে আমাদের অনেক জায়গা আছে, সেখানেই তৈরি হবে সে কারখানা। একইভাবে অন্যান্য বেসরকারি উদ্যোক্তাদের দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান আকবর সোবহান বলেন, কিছুক্ষণ আগে অর্থমন্ত্রী একটি প্রস্তাব দিয়েছেন। সার্বিক সহযোগিতা পেলে অবশ্যই তিন লাখ মানুষ একসাথে কাজ করতে পারে এমন কারখানা তৈরি করবো আমরা। অর্থমন্ত্রীকে কারখানা উদ্বোধন করার আহ্বানও জানান তিনি।

আকবর সোবহান আরও বলেন, গত কয়েক বছরে অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন এসেছে। মাত্র একটি সিদ্ধান্তে বৃদ্ধি পেয়েছে প্রবাসী-আয়। এখন শুধুমাত্র হুন্ডি বন্ধ করতে পারলে প্রবাসী আয়ের পরিমাণ আরও কয়েক গুন বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি। এ বিষয়ে একটি কার্যকরী পদক্ষেপের আহ্বান জানান বসুন্ধরা চেয়ারম্যান।