বাংলাদেশের নতুন স্পন্সর ‘আকাশ’

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ইউনিলিভারের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ৩১ জানুয়ারি। এরপর দরপত্র আহ্বান করেও কোন স্পন্সরের সাড়া পায়নি দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা।

এমন অবস্থায় আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য স্পন্সর হতে এগিয়ে এসেছে স্যাটেলাইট টিভি সেবাদানকারী প্রতিষ্ঠান ‘আকাশ’ ডিটিএইচ। গতকাল রাতে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

আগামী ২২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ। এই সিরিজে বাংলাদেশ জাতীয় দলের প্রধান স্পন্সরের ভূমিকায় থাকবে প্রতিষ্ঠানটি। আসন্ন এই সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

২২ ফেব্রুয়ারি মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। এরপর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে।