‘মুজিব বর্ষের নামে চাঁদাবাজির দোকান খোলা যাবে না’

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : মুজিব বর্ষ পালনের নামে কোন চাঁদাবাজির দোকান খোলা যাবে না। এ বিষয়ে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া হুঁশিয়ারি রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, মুজিব বর্ষ পালন করতে গিয়ে কোন ধরনের বাড়াবাড়ি করা যাবে না। অত্যন্ত সুশৃঙ্খলভাবে মুজিব বর্ষ পালন করে বঙ্গবন্ধুর আদর্শের পতাকা ঊর্ধ্বে তুলে ধরতে হবে।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় আওয়ামী লীগের খুলনা বিভাগীয় অঞ্চলের বিশেষ যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিরোধী পক্ষকে দুর্বল ভাবার কোন কারণ নেই। বিএনপি একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, তাদের মধ্যে ঐক্য আছে। আমাদের দলে সুবিধাবাদী আছে তারা আওয়ামী লীগে থেকে বিএনপির জন্য কাজ করে, বিএনপিকে ভোট দেয়।

‘আমাদের সামান্য ভুলে বিরোধীপক্ষ সুযোগ নিতে পারে তাই আমাদের মুজিব বর্ষ পালনে সতর্ক থাকতে হবে।’

জেলা পর্যায়ে আওয়ামী লীগকে শক্তিশালী করতে তৃণমূলকে শক্তিশালী করতে হবে। তা নাহলে দলের দুর্বল অবস্থা কাটানো যাবে না। তৃণমূল হলো দলের প্রাণ; আমাদের দলের থানা পর্যায়ে দুর্বলতা আছে এটা অপ্রিয় সত্য কথা, যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বক্তব্যের এক পর্যায়ে খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গ এলে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সব কিছুতেই রাজনীতি করতে চায়, তাই তাদের নেত্রীর মুক্তি নিয়েও রাজনীতি করে। ফখরুল সাহেব ঝানু রাজনীতিক হতে পারেন কিন্তু ভালো চিকিৎসক না। তিনি কিভাবে বলবেন খালেদার শরীরের অবস্থা কেমন।