প্রবাসীরাও অভিযোগ জানাতে পারবে দুদকে

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রায় পৌনে এক কোটি মানুষ জীবিকার টানে দেশের বাইরে অবস্থান করছেন। এ দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রধান ভূমিকা রাখছে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা। তাই প্রবাসীদের সমস্যা দূরীকরণে তাদের সাথে সংঘটিত বিভিন্ন ধরনের দুর্নীতি-অনিয়ম-হয়রানির বিরুদ্ধে ব্যাবস্থা নিতে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।

আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের এক সভায় সিদ্ধান্ত হয়েছে, প্রবাসী নাগরিকগণ বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিষয়ে অভিযোগ জানাতে সরাসরি দুদকের হটলাইন-১০৬ ব্যবহার করতে পারবেন। তবে প্রযুক্তিগত কারণে যতক্ষন হটলাইন-১০৬ চালু না হচ্ছে সে সময় পর্যন্ত প্রবাসীরা দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্যের মোবাইল নম্বরে +৮৮০১৭১৬-৪৬৩২৭৬ যে কোনো সময় তাদের অভিযোগ জানাতে পারবে।

দুদক পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) প্রণব কুমার ভট্টাচার্যের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রণব কুমার বলেন, প্রবাসী নাগরিকগণ বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিষয়ে অভিযোগ জানাতে সরাসরি দুদকের হটলাইন-১০৬ ব্যবহার করতে পারছেন না। তাই প্রযুক্তিগত এই সমস্যা দূর না হওয়া পর্যন্ত ওই নম্বরে যে কোনো সময় প্রবাসীরা তাদের অভিযোগসমূহ জানাতে পারবেন।

২০১৭ সালের ২৭ জুলাই হটলাইন-১০৬ চালু হয়। যেখানে সারাদেশের মানুষ দুদকের তফসিলভুক্ত দুর্নীতির বিষয়ে অভিযোগ করেন। এর ভিত্তিতেই প্রতিদিন বিভিন্ন অভিযানে অংশ নেয় দুদকের এনফোর্সমেন্ট টিম।