নিউজ ডেস্ক : ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ রয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর থেকে সৈয়দপুরের আকাশে ঘন কুয়াশা থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায়, হঠাৎ সৈয়দপুরের আকাশ কুয়াশায় ঢাকা পড়ে। সাধারণত ফাগুন মাসে আকাশে কুয়াশা থাকার কথা নয়। এ কারণে প্লেন উঠানামার সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। দু’টি ফ্লাইট এক ঘণ্টা বিলম্বে ঢাকা থেকে সৈয়দপুরে আসে।
সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুশান্ত দত্ত গনমাধ্যমে বলেন, হঠাৎ সৈয়দপুরের আকাশে কুয়াশায় ঢেকে যাওয়ায় ওই অবস্থার সৃষ্টি হয়। তবে কুয়াশা কেটে গেলে বিমান চলাচল শুরু হবে।