ঘন কুয়াশায় নামতে পারেনি ৫টি আন্তর্জাতিক ফ্লাইট

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫টি আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। ফ্লাইটগুলো ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে গেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত শাহ আমানতে ভিজিবিলিটি ছিলো খুবই কম। প্লেন নামানোর জন্য কমপক্ষে দরকার ৮০০ মিটার।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জামান গনমাধ্যমে বলেন, সকালে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া, মাসকাট ও দোহা থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ, দোহা থেকে আসা ইউএস বাংলার ফ্লাইট শাহ আমানতে অবতরণ করতে না পেরে শাহজালালে চলে যায়।

শনিবার রাত ৯টা থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত বেশ কিছু আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট নামতে পারেনি শাহ আমানতে।