নিউজ ডেস্ক : হ্যাকারের কবলে পড়েছে অলিম্পিকের অফিসিয়াল ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) টুইটার অ্যাকাউন্ট। হ্যাক করার পর হ্যাকাররা তা সাময়িকভাবে বন্ধ করে দেয়।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) হ্যাকের এই ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার কর্তৃপক্ষ।
টুইটারের সামাজিক মাধ্যমের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা ওই বিবৃতিতে বলেন, তৃতীয় একটি পক্ষ অ্যাকাউন্টগুলো হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নেয়। হ্যাক হওয়ার বিষয়ে বিস্তারিত আরি কিছু জানাননি তিনি।
তবে বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা তা উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেই এবং সেগুলো হ্যাকারদের কাছ থেকে উদ্ধারে নিবিড় পর্যবেক্ষণ করি বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
এদিকে হ্যাকের বিষয়ে আইওসির এক মুখপাত্র বলেন, ঘটনাটি আমরা নিবিড়ভাবে তদন্ত করছি।
এর আগে চলতি মাসের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কিছু অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট হ্যাকারের কবলে পড়ে।
২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক (অফিসিয়ালি ৩২তম অলিম্পিয়াড এবং সাধারণভাবে টোকিও ২০২০ নামে পরিচিত) আগামী জুলাই থেকে আগস্টে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে। এবারের আসর ৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ৯ আগস্ট।