নিউজ ডেস্ক : বাজেট উপস্থাপনের মাত্র চার সপ্তাহ আগে আচমকা পদত্যাগ করেছেন ব্রিটেনের অর্থমন্ত্রী সাজিদ জাভিদ। তার স্থলাভিষিক্ত হয়েছেন দেশটির রাজস্ব বিভাগের চিফ সেক্রেটারি রিসি সুনাক।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ব্রেক্সিট কার্যকরের পর বরিস জনসনের মন্ত্রিসভায় রদবদলের সময়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রী বরিস জনসন সাজিদ জাভিদকে তার সহকর্মীদের অপসারণ করতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তা মানেননি পাকিস্তানি বংশোদ্ভূত জাভিদ। তিনি অস্বীকৃতি জানিয়ে নিজের পদত্যাগের ঘোষণা দেন। একইসঙ্গে তিনি বলেন ‘কোনো আত্মমর্যাদা সম্পন্ন মন্ত্রী এ ধরনের নির্দেশ মানতে পারেন না’।
এছাড়া প্রধানমন্ত্রীর ঊর্ধ্বতন উপদেষ্টা ডমিনিক কামিংসের সঙ্গে জাভিদের সম্পর্কে টানাপোড়েন ছিল বলে জানা গেছে। যা এ পদত্যাগের আংশিক কারণ হতে পারে।
এদিকে, জাভিদের ঘনিষ্ঠ এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী জাভিদকে তার সব বিশেষ উপদেষ্টাকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন।