নিউজ ডেস্ক : না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি মার্কিন অভিনেতা, প্রযোজক, পরিচালক ও লেখক কার্ক ডগলাস (১০৩)। বুধবার (০৫ ফেব্রুয়ারি) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই অস্কারজয়ী অভিনেতা ছিলেন হলিউডের সোনালি যুগের সর্বশেষ তারকাদের একজন।
কার্কের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে অস্কারজয়ী অভিনেতা মাইকেল ডগলাস। তিনি ইনস্টাগ্রামে লেখেন, ‘আমি এবং আমার ভাই অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কার্ক ডগলাস ১০৩ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন।’
১৯৪৯ সালের ‘চ্যাম্পিয়ন’ চলচ্চিত্রে বক্সারের চরিত্র দিয়ে নিজের প্রথম অস্কার মনোনয়ন অর্জন করেন কার্ক ডগলাস। এরপরে আরও দু’বার অস্কারের জন্য মনোনীত হন তিনি। ১৯৯৬ সালে অস্কার পান এই প্রতিভাবান অভিনেতা।