চিকিৎসা প্রযুক্তি ব্যবহারে দক্ষ জনগোষ্ঠী জরুরি

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : চিকিৎসা প্রযুক্তি ব্যবহারে দক্ষ জনগোষ্ঠী জরুরি। তা না হলে রোগ মুক্তির পরিবর্তে রোগীর জন্য বড় ধরনের বিপদ বয়ে আনতে পারে।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ মেডিক্যাল ফিজিক্স অ্যাসোসিয়েশন আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফিজিক্স ইন মেডিসিন-এর উদ্বোধনী পর্বে এ অভিমত ব্যক্ত করেন বিশেষজ্ঞরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট অডিটোরিয়ামে এ কনফারেন্স শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে কনফারেন্সে আরো বক্তব্য দেন বাংলাদেশ অ্যাটোমিক অ্যানার্জি কমিশন চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মো. সানোয়ার হোসেন, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেন, বাংলাদেশ মেডিক্যাল ফিজিক্স অ্যাসোসিয়েশন চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম প্রমুখ।