দারুণ জয়ে শীর্ষস্থান মজবুত করল পিএসজি

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : আগের ম্যাচে চোটের কারণে এদিন খেলা হয়নি নেইমারের। তবে জয় পেতে কোনো সমস্যা হয়নি পিএসজির। নঁতকে ২-১ গোলে হারিয়ে ফরাসি লিগ ওয়ানের নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করল টমাস টুখেলের শিষ্যরা। দলের হয়ে একটি করে গোল করেন মাউরো ইকার্দি ও টিলো কেরার। তবে দুটি গোলে অবদান রাখেন আনহেল দি মারিয়া।

মঙ্গলবার নঁতের মাঠে খেলতে গিয়ে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে পিএসজি। এরই ধারাবাহিকতায় ম্যাচের ২৯তম মিনিটে লিড পায় সফরকারীরা। আর্জেন্টাইন তারকা দি মারিয়া শট নেন, কিন্তু ইকার্দির পায়ে লেগে গোল হয়। বিরতির পর ৫৭তম মিনিটে সেই দি মারিয়ার কর্নার থেকেই দলের জয় নিশ্চিত করা গোলটি করেন জার্মান ডিফেন্ডার কেরার।

যদিও ৬৮তম মিনিটে নঁতের হয়ে ব্যবধান কমান মোজেজ সিমোন। কিন্তু পিএসজির জয় পেতে কোনো সমস্যা হয়নি।

২৩ ম্যাচে ১৯ জয়ে ৫৮ পয়েন্টে শীর্ষেই রইল পিএসজি। দ্বিতীয়স্থানে থাকা মার্সেই এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট অর্জন করেছে।