বাজারে ইলেকট্রিক বাইসাইকেল নিয়ে আসছে ‘জিপ’

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : বাজারে নতুন ইলেকট্রিক বাইসাইকেল ছাড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের অটোমোবাইল প্রতিষ্ঠান জিপ। আশা করা যাচ্ছে, আগামী জুনে মুক্তি পাবে এই দ্বিচক্রযান।

২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ বিষয়ে নজরকাড়া একটি বিজ্ঞাপন ছাড়া হয়েছে। যদিও এই বিজ্ঞাপনটি মূলত জিপ গাড়ির নতুন মডেল ‘২০২০ জিপ গ্ল্যাডিয়েটর’-এর, এর শেষের দিকে ৩৮ সেকেন্ডের ইলেকট্রিক বাইসাইকেলটির প্রিভিউ দেখানো হয়েছে।

তবে নতুন ই-বাইক সর্ম্পকে বিস্তারিত জানায়নি জিপ। শুধু তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, আসছে জুনে এটি বাজারে ছাড়া হবে।

এতে আরও বলা হয়েছে, ই-বাইকটিতে ৭৫০ ওয়াটের একটি মোটর আছে, যা একবার চার্জে ৪০ মাইল পর্যন্ত চলবে।

ই-বাইক নির্মাতা কোম্পানি কুয়েটক্যাটের সহযোগিতায় বাইকটি তৈরি করছে জিপ। বাইকটিতে ৪.৮ ইঞ্চি পুরো অল-টেরাইন টায়ার রয়েছে।

ই-বাইকটির কত দাম পড়বে তা জানানো হয়নি। তবে জিপ ই-বাইক প্রথম বাজারে ছাড়ছে তা কিন্তু নয়। তবে জিপের নতুন মডেলটি প্রথম পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জনগণ।

জিপের নতুন ই-বাইক বরফে আচ্ছাদিত পর্বতে আরোহণ বা দুর্গম অঞ্চলে দুঃসাহসিক রাইডিংয়ের ক্ষেত্রে বেশ উপযুক্ত মনে করছেন বাইক বিশেষজ্ঞরা। এছাড়া যারা পরিবেশের ক্ষতি না করে চারপাশ ঘুরে দেখতে চান তাদের চক্ষু জুড়াবে এই বাইক।

সূত্র : ম্যাশাবল ডটকম