নিউজ ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ধস নেমেছে চীনের পুঁজিবাজারে। চীনা নতুন বছর উদযাপনের দীর্ঘ ছুটির পর প্রথম কার্যদিবসেই পুঁজিবাজারে এ ধস লক্ষ করা যায়।
সোমবার (৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
এতে বলা হয়, প্রথম কার্যদিবস সোমবার সাংহাই কম্পোজিটের সূচক নেমেছে নয় শতাংশ। দিনের শুরুতেই শেনঝেন কমপোনেন্ট সূচক কমেছিল নয় শতাংশ। বর্তমানে দু’টি সূচকই সাত শতাংশেরও বেশি কমেছে।
নতুন চন্দ্রবছরের জন্য ২৪ জানুয়ারি থেকে বন্ধ ছিল সাংহাই ও শেনঝেন স্টক এক্সচেঞ্জ। ছুটির পর প্রথম কার্যদিবসে এ দু’টি স্টক এক্সচেঞ্জসহ অন্য পুঁজিবাজারেও সূচক নিম্নমুখী। করোনা ভাইরাসের প্রভাব ছড়িয়ে পড়েছে পুঁজিবাজারেও। এ পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
পুঁজিবাজার স্থিতিশীল রাখতে বাজারে অর্থপ্রবাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। রোববার (২ ফেব্রুয়ারি) দ্য পিপলস ব্যাংক অব চীন জানায়, বাজারে নতুন করে এক দশমিক দুই ট্রিলিয়ন ইউয়ান বা ১৭৩ বিলিয়ন মার্কিন ডলার পরিমাণ অর্থ যোগ করা হবে। পুঁজিবাজারে লেনদেন ও অর্থের তারল্য ঠিক রাখতে এ পদক্ষেপ নেবে কেন্দ্রীয় ব্যাংক।
চীনে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজারেরও বেশি মানুষ। এছাড়া ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬১ জন।