নিউজ ডেস্ক : রাজধানীর রামপুরা, গাজীপুর ও খুলনা থেকে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস প্রতারণা ও গুজব সৃষ্টিকারী চক্রের সক্রিয় চার সদস্যকে পৃথক অভিযান চালিয়ে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক চারজন হলেন- রামপুরার আল মাহমুদ (১৮), গাজীপুরের আবু বক্কর সিদ্দিক (২৬), খুলনার সাইমন ইসলাম (২০) ও শাকিল মাহমুদ (২০)।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান গনমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাতভর অভিযান চালিয়ে প্রশ্নফাঁস চক্রের চার সদস্যকে আটক করা হয়।
কামরুজ্জামান বলেন, আটকরা কোনো প্রশ্ন ফাঁস করতে না পারলেও বিভিন্ন মেসেঞ্জার, ভাইবার এবং ইমু গ্রুপে প্রশ্নফাঁসের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। একেকজন দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার তথ্য রয়েছে।
তিনি বলেন, গোয়েন্দা নজরদারীর মাধ্যমে র্যাব এসব তথ্য জানার পর রোববার অভিযান পরিচালনা করে। অভিযানে আটকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে তাদের সঙ্গে জড়িত বাকিদেরও আটক অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।