ঢাকা দক্ষিণে কাউন্সিলর পদে জিতলেন যারা

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনে বেসরকারিভাবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী সাধারণ কাউন্সিলর পদে জয় পেয়েছেন যাঁরা-

যেসব কাউন্সিলর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন- আওয়ামী লীগ থেকে ওয়ার্ড নম্বর ৩৯ রোকন উদ্দিন আহমেদ, ওয়ার্ড নম্বর ৪০ আবুল কালাম আজাদ, ওয়ার্ড নম্বর ২২ জিন্নাত আলী, ওয়ার্ড নম্বর ৫০ মাসুম মোল্লা, ওয়ার্ড নম্বর ৫১ কাজী হাবিবুর রহমান হাবু, ওয়ার্ড-৫ চিত্তরঞ্জন দাস, ওয়ার্ড-২৩ মো. মকবুল হোসেন, ওয়ার্ড-২৬ মো. হাসিবুর রহমান, ওয়ার্ড-২৪ মো. মোকাদ্দেস হোসেন জাহিদ, ওয়ার্ড-২৯ জাহাঙ্গীর আলম বাবুল, ওয়ার্ড-২৭ ওমর-বিন-আব্দাল আজিজ, ওয়ার্ড-৩২ মো. আবদুল মান্নান, ওয়ার্ড-৩৩ মো. আউয়াল হোসেন, ওয়ার্ড-৪১ সারোয়ার হাসান আলো, ওয়ার্ড-৩৮ আহমেদ ইমতিয়াজ মন্নাফি, ওয়ার্ড-৪২ মোহাম্মদ সেলিম, ওয়ার্ড-৪৪ মো. নিজাম উদ্দিন, ওয়ার্ড-৬৪ মাসুদুর রহমান মোল্লা, ওয়ার্ড-৬৫ মো. সামসুদ্দিন ভূইয়া, ওয়ার্ড-৬৮ মাহমুদুল হাসান ও ওয়ার্ড-১২ ম ম মামুনুর রহমান শুভ্র, ওয়ার্ড-৩৭ আবদুর রহমান মিয়াজী, ওয়ার্ড-৩৬ রঞ্জন বিশ্বাস, ওয়ার্ড-৩৫ মো. আবু সাঈদ, ওয়ার্ড-৩ মাকসুদ হোসেন, ওয়ার্ড-২ মোহাম্মদ আনিসুর রহমান, ওয়ার্ড-২০ ফরিদ উদ্দিন আহমদ রতন, ওয়ার্ড-১৫ রফিকুল ইসলাম বাবলা, ওয়ার্ড-১৩ মো. এনামুল হক, ওয়ার্ড-১৮ আ স ম ফেরদৌস আলম, ওয়ার্ড-১০ মারুফ আহমেদ মনসুর।

বিএনপির নির্বাচিত কাউন্সিলররা হলেন- ওয়ার্ড নম্বর-৪৯ বাদল সরকার, ওয়ার্ড নম্বর-৭ সামছুল হুদা কাজল, ওয়ার্ড নম্বর-১১ মির্জা আসলাম আসিফ ও ওয়ার্ড-৩৪ মো. মামুন আহমেদ।

স্বতন্ত্র ও অন্যান্য- ওয়ার্ড-৬ মো. সিরাজুল ইসলাম ভাট্টি, ওয়ার্ড-২৮ কামাল উদ্দিন কাবুল, ওয়ার্ড-৩০ মোহাম্মদ ইরফান সেলিম, ওয়ার্ড-৩১ জোবায়েদ আদেল, ওয়ার্ড-৬৬ আ. মতিন সাউদ, ওয়ার্ড-৬৭ মো. ইবরাহীম, ওয়ার্ড-৬৯ সালাহ উদ্দিন আহমেদ, ওয়ার্ড-৭৪ মো. আজিজুল হক।

সংরক্ষিত মহিলা- দক্ষিণে সংরক্ষিত মহিলা আসন-২ মাকসুদা শমসের, আসন-৯ সাবিনা পারভীন, আসন-১০ সামসুন্নাহার ভূঁইয়া, আসন-১১ নাসরিন রশিদ পুতুল, আসন-১৩ শাহিনুর বেগম, আসন-১৬ নাসিমা আহমেদ, আসন-২২ মাহফুজা আক্তার, আসন-২৩ নিলুফা ইয়াছমিন, আসন-১৪ লাভলী চৌধুরী, আসন-১ ফারজানা ইয়াসমিন বিপ্লবী, আসন-১২ মিসেস সুরাইয়া বেগম।