নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনে বেসরকারিভাবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী সাধারণ কাউন্সিলর পদে জয় পেয়েছেন যাঁরা-
যেসব কাউন্সিলর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন-
আওয়ামী লীগ- ওয়ার্ড-১ আফসার উদ্দিন খান, ওয়ার্ড-৩ জহিরুল ইসলাম মানিক (বিদ্রোহী), ওয়ার্ড-৪ জামাল মোস্তফা, ওয়ার্ড-৫ মো. আব্দুর রউফ নান্নু, ওয়ার্ড-৯ মুজিব সারোয়ার মাসুম, ওয়ার্ড-১০ আবু তাহের, ওয়ার্ড-১১ দেওয়ান আব্দুল মান্নান, ওয়ার্ড-২০ মো. নাছির, ওয়ার্ড-২৫ আব্দুল্লাহ আল মনজুর, ওয়ার্ড-২৮ মো. ফোরকান হোসেন, ওয়ার্ড-২৯ সলিমুল্লাহ সলু, ওয়ার্ড-৩২ সৈয়দ হাসানুর ইসলাম, ওয়ার্ড-৩৩ আসিফ আহমেদ, ওয়ার্ড-৩৫ মোক্তার সরদার, ওয়ার্ড-৪০ নজরুল ইসলাম ঢালী, ওয়ার্ড-৪২ আইয়ুব আনসার মিন্টু (বিদ্রোহী), ওয়ার্ড-৪৪ শফিকুল ইসলাম শফিক, ওয়ার্ড-৪৫ জয়নাল আবেদিন, ওয়ার্ড-৪৬ জাইদুল ইসলাম মোল্লা (বিদ্রোহী), ওয়ার্ড-৪৯ আনিছুর রহমান নাঈম (বিদ্রোহী), ওয়ার্ড-৫০ ডি এম শামীম, ওয়ার্ড-৫২ মো. ফরিদ আহমেদ, ওয়ার্ড-৫৩ মো. নাসির উদ্দিন ও ওয়ার্ড-৫৪ জাহাঙ্গীর হোসেন, ওয়ার্ড-৩১ শফিকুল ইসলাম, ওয়ার্ড-৩৪ শেখ মোহাম্মদ হোসেন, ওয়ার্ড-২২ লিয়াকত আলী, ওয়ার্ড-২৩ শাখাওয়াত হোসেন, ওয়ার্ড-৩৬ তৈমুর রেজা, ওয়ার্ড-৬ তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী, ওয়ার্ড-৭ তোফাজ্জল হোসেন, ওয়ার্ড-৮ আবুল কাশেম মোল্লা, ওয়ার্ড-২৬ শামীম হাসান, ওয়ার্ড-২৭ ফরিদুর রহমান খান, ওয়ার্ড-৪৩ শরিফুল ইসলাম ভূঁইয়া।
বিএনপি ও অন্যান্য- ওয়ার্ড-২ মো. সাজ্জাদ হোসেন (বিএনপি), ওয়ার্ড-৩১ শফিকুল ইসলাম সেন্টু (জাতীয় পার্টি) এবং ওয়ার্ড-৩০ আবুল কাশেম (স্বতন্ত্র)।
সংরক্ষিত মহিলা- আসন-৩ মেহেরুন্নেছা হক, আসন-২ শিখা চক্রবর্তী, আসন-৫ রাজিয়া সুলতানা ইতি, আসন-৮ মিতু আক্তার, আসন-৯ নাজমুন নাহার হেলেন, আসন-১০ হামিদা আক্তার মিতা, আসন-১১ শাহীনা আক্তার, আসন-১৫ সেলিনা আক্তার।