আ.লীগের সমর্থকরাও ভোট দিতে যাননি: ইসি সচিব

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থক অনেক ভোটারও ভোট দিতে যাননি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. আলমগীর। তিনি বলেন, ধারণার চেয়ে কম পড়েছে। তাই ভোট পড়ার হার নিয়ে আমরা পুরোপুরি সন্তুষ্ট না।

আজ রবিবার (২ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল নিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তিনি জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে।

ভোটারদের আস্থাহীনতার কারণে গতকাল শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে ভোট কম পড়েছে কিনা জানতে চাইলে মো. আলমগীর বলেন, অনাস্থার কারণে ভোটে যাননি, এটা আমার কাছে মনে হয়নি। অনাস্থার কারণে যদি ভোটে না যেতেন, তাহলে যারা সরকারি দল তাদের তো অন্তত ভোটে অনাস্থা নাই। তাদের যদি সব ভোটার ভোট দিতেন, তাহলেও তো এত কম ভোট পড়তো না। তার মানে হলো যারা সরকারকে সমর্থন করেন, তাদেরও অনেক ভোটার ভোট দিতে যান নাই।

তার মতে, ‘আমি গেলেও সমস্যা নাই, এ ধরনের একটা মনোভাব থেকে হয়তো অনেকেই ভোট দিতে যান নাই।’

ভোট দিতে না যাওয়ার আরও কিছু কারণ তুলে ধরেন ইসি সচিব। তিনি বলেন, জনগণ ছুটি পেয়েছে, অনেকে ছুটি ভোগ করেছে। কেউ কেউ ফেসবুক নিয়ে ব্যস্ত ছিল।

মো. আলমগীর বলেন, নির্বাচনের বিষয়ে পর্যবেক্ষকদের তো কিছু মতামত থাকবে। ভবিষ্যতে ভোটার উপস্থিতি বাড়াতে কী করা যায়, সে বিষয়ে তাদের হয়তো পরামর্শ থাকবে। সেগুলো দেখে হয়তো কমিশন সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তিনি।

ইসি সচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা এ বিষয়ে যে মন্তব্য করেছেন, ভোটের হার নিয়ে অসন্তুষ্ট না। তবে যেহেতু নির্বাচন সুষ্ঠু করার জন্য যতরকম কার্যক্রম নেওয়া প্রয়োজন কমিশন তা নিয়েছে। ভোটে শান্তিপূর্ণ পরিবেশ ছিল। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করেছে, পরিবেশ ভালো ছিল, জালভোট দেওয়ার সুযোগ ছিল না। আমাদের ধারণা ছিল ভোটাররা হয়তো স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবেন।

১ ফেব্রুয়ারি ঢাকা দুই সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে উত্তরে আতিকুল ইসলাম দ্বিতীয়বারের মতো এবং দক্ষিণে ব্যারিস্টার ফজলে নূর তাপস নির্বাচিত হয়েছেন। নির্বাচিত দুই মেয়রই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী।