নিউজ ডেস্ক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছে পরিবহন মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি।
শনিবার রাতে বিএনপি হরতালের ঘোষণা দেওয়ার পরপরই সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গাঁ ও মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, তারা রবিবার বাস চালাবেন।
শনিবার ঢাকায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন।
পরিবহন মালিক সমিতির নেতা এনায়েত উল্লাহ বলেন, “এই হরতাল আমরা মানি না, হরতালে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে।”
ঢাকার আওয়ামী লীগ নেতা এনায়েত বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, “ইভিএম পদ্ধতিতে কোনো কারচুপি করার সুযোগ নেই। তারপরেও বিএনপি হেরে গিয়ে আবার আগের মতো সন্ত্রাসী কার্যক্রম করার জন্য, জ্বালাও-পোড়াও করার জন্য হরতালের ঘোষণা দিয়েছে।”
মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গাঁ গনমাধ্যমে বলেন, “সারাদেশের যানবাহন চলাচল প্রতিদিনের মতোই স্বাভাবিক নিয়মে চলবে।”
“কোথাও যদিও কোনো গাড়ির ক্ষতি হয়, কিংবা জ্বালাও পোড়াও করা হয় এর দায়িত্ব বিএনপিকে নিতে হবে,” বলেন জাতীয় পার্টির মহাসচিব রাঙ্গাঁ।
ক্ষমতাসীন আওয়ামী লীগও ইতোমধ্যে বিএনপির হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। ক্ষমতাসীন দলটির নেতারা বলেছেন, তারা বিএনপির কর্মসূচি মোকাবেলায় রোববার রাজপথে থাকবেন।