দুর্বৃত্তের হামলায় সাংবাদিক রক্তাক্ত

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : মোহাম্মদপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৪ নম্বর ওয়ার্ড এলাকায় দায়িত্ব পালনকালে মোস্তাফিজুর রহমান সুমন নামে এক সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা।

শনিবার (০১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এখানকার সাদেক খান রোডে এ ঘটনা ঘটে। মোস্তাফিজুর রহমান আগামী নিউজের সাংবাদিক।

ঘটনার প্রত্যক্ষ্যদর্শী জিটিভির সাংবাদিক জামশেদ নাজিম গনমাধ্যমে বলেন, আমরা অনেক সাংবাদিক দায়িত্ব পালনকালে এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম। সাংবাদিক সুমন খানিকটা দূরে মোবাইলে কথা বলছিলেন। এমন সময় বেশ কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত পাশ দিয়ে যাচ্ছিলেন।

তারা সন্দেহ করেন সাংবাদিক সুমন তাদের ভিডিও করেছেন। এটা ভেবে সুমনকে প্রথমে মারধর এবং পরে তার মাথায় রামদা দিয়ে কোপ দেয় দুর্বৃত্তরা।

আহত সাংবাদিক সুমনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, বিষয়টি আমরা এখনও জানি না। খোঁজখবর নেওয়া হচ্ছে।

হাজারীবাগ থানার ওসি একরাম আলী মিয়া বলেন, এমন কোনো বিষয় আমরা এখনও জানি না।