নিউজ ডেস্ক : বিদেশি দলগুলোকে নিজেদের দেশে সফর করানোর ক্ষেত্রে বেশ সফলতাই অর্জন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি। শ্রীলঙ্কার পর দেশটিতে সফর করছে বাংলাদেশও। তিন দফায় পূর্ণাঙ্গ সিরিজ খেলার মধ্যে এক দফা ইতিমধ্যেই শেষ করে এসেছে টাইগাররা।
এবার আরও একটি দেশকে নিজেদের দেশে নিতে রাজি করাতে পেরেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী মার্চেই একটি সংক্ষিপ্ত সফরে পাকিস্তানে আসার কথা জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
মার্চের শেষ দিকে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্যই পাকিস্তানে আসার সম্ভাবনা রয়েছে প্রোটিয়াদের। ১৮ মার্চ ভারতের বিপক্ষে তাদের মাঠেই ওয়ানডে সিরিজ শেষ হবে দক্ষিণ আফ্রিকার। এরপরই ভারত থেকে প্রোটিয়াদের পাকিস্তান সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, আগামী মাসেই পাকিস্তানে একটি নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠাবে তারা। সেটা হতে পারে বাংলাদেশের বিপক্ষে টেস্ট চলাকালে কিংবা পিএসএল চলাকালে। সেই সফরে পর্যবেক্ষক দল নিরাপত্তা পরিস্থিতি এবং এ সম্পর্কে পিসিবির গৃহীত পদক্ষেপ বিশ্লেষণ করে নিজেদের দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে।
সূত্র ক্রিকইনফোকে জানিয়েছে, নিরাপত্তা বিশেষজ্ঞ ররি স্টেইনের নেতৃত্বেই সেই পর্যবেক্ষক দল পাকিস্তান যাবে। সে সফরে তাদের প্রাপ্ত তথ্য তারা তুলে ধরবে সিএসএ’র কাছে।
২০০৭ সালের পর দক্ষিণ আফ্রিকার কোনো দল আর পাকিস্তান সফর করতে যায়নি। তবে তাদের বিপক্ষে সিরিজ খেলার জন্য দু’বার আরব আমিরাত গিয়েছিল প্রোটিয়ারা। ২০১০ এবং ২০১৩ সালে।
এরই মধ্যে একজন বিখ্যাত দক্ষিণ আফ্রিকান অন্তত পাকিস্তান সফর করে এসেছেন। একজন রাসেল ডোমিঙ্গো। দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ এবং বর্তমানে বাংলাদেশ দলের কোচ। যিনি বাংলাদেশ দলের সঙ্গে লাহোর সফর করে এসেছেন।