লাহোরে পারফিউম কারখানায় আগুন, নিহত ১১

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : পাকিস্তানের লাহোরে একটি পারফিউম কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় নিহত হয়েছে ১১ জন। এ ছাড়া আহত হয়ে হাসপাতালে রয়েছে আরও ২ জন। মঙ্গলবার কারখানায় একটি সিলিন্ডার বিস্ফোরণের ফলেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, বিস্ফোরণের তীব্রতায় কারখানার ছাদ ভেঙে পড়ে। ওই সময় ১৫ জন শ্রমিক ওই কারখানায় কাজ করছিলেন।

স্থানীয়রা জানান, প্রথমে তারা ওই কারখানায় বিস্ফোরণের শব্দ শুনতে পায়। তারপরেই আগুনের লেলিহান শিখা দেখা যায়। তবে আগুনের গ্রাসে নয় বরং ছাদ ভেঙে পড়াতেই ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনো উদ্ধার কাজ চলছে। ছাদ ভেঙে পড়াতেই এই হৃদয় বিদারক মৃত্যুর ঘটনা ঘটেছে।