ভোটের দিন নৌ চলাচলেও বিধি-নিষেধ

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশন ( ডিএসসিসি) নির্বাচন উপলক্ষে ১ ফেব্রুয়ারি আশপাশের জেলার সঙ্গে রাজধানীর নৌ চলাচল বন্ধ থাকবে।

নির্বাচন কমিশনের (ইসি) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার নৌপরিবহন মন্ত্রণালয় এই আদেশ জারি করেছে।

নৌ পরিবহন মন্ত্রণালয় সহকারি সচিব স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ অনুসারে আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপলক্ষে ভােট গ্রহণের জন্য নির্ধারিত দিন ১ ফেব্রুয়ারি পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৩১ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২ টা থেকে ১ ফেব্রুয়ারি তারিখ দিবাগত মধ্যরাত ১২ টা পর্যন্ত (ক) লঞ্চ, (খ) ইঞ্জিন চালিত সব ধরনের নৌ-যান (ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভােটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান ব্যতীত) এবং (গ) স্পিড বােট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরােপ করার জন্য জেলা প্রশাসক, ঢাকাসংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে ক্ষমতা অর্পন করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএ-এর পরিচালক রফিকুল ইসলাম বলেন, মূলত ঢাকাবেষ্টিত নৌপথ দিয়ে ওই সময়ের মধ্যে নৌযান চলাচল বন্ধ থাকবে। ঢাকা থেকে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ বা অন্য কোনো ছোট দূরত্বের জায়গায় কোনো নৌযান চলাচল করবে না।

দূরবর্তী যাত্রাপথ যেমন ঢাকা থেকে বরিশাল, পটুয়াখালী, বরগুনা ইত্যাদি অর্থাৎ যে পথে অনেক সময় লাগে সে পথের লঞ্চ চলাচলে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় বলে জানান তিনি।

“স্বল্প দূরত্বে থেকে কোনো মানুষ যাতায়াত করে নির্বাচনে নৈরাজ্যজনক কোনো প্রভাব বিস্তার বা কোনো অরাজকতা যাতে না ঘটাতে পারে সেজন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে,” বলেন রফিকুল ইসলাম।