রাজধানীতে মানবপাচার চক্রের সন্ধান, ১৩ রোহিঙ্গা নারী আটক

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : রাজধানীর আফতাবনগর এলাকায় মানব পাচারকারী একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। এ সময় ১৩ রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে এ অভিযান চালানোর কথা জানান র‌্যাব-৩ এর অপারেশন কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফাইজুল ইসলাম।

তিনি জানান, মানবপাচারকারী একটি চক্রের সন্ধান পেয়ে আফতাবনগরে দুই নম্বর রোডের ৪০ নম্বর বাসায় অভিযান চালানো হচ্ছে। ওই বাসা থেকে বিদেশে পাচারের অপেক্ষায় থাকা ১৩ জন রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী র‌্যাবের এ অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওই কর্মকর্তা।