দারুণ জয়ে কোপা দেল রে’র শেষ ষোলোয় রিয়াল

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : কোপা দেল রে’র রাউন্ড অব ৩২ এর ম্যাচে তৃতীয় সারির দল ইউনিয়নিস্তাসের বিপক্ষে মাঠে নেমে দারুণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আর ৩-১ গোলের এই জয়ের পর শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।দলের হয়ে একটি করে গোল করেন গ্যারেথ বেল ও ব্রাহিম দিয়াস। আত্মঘাতী থেকে অন্য গোলটি আসে।

প্রতিপক্ষের মাঠে আক্রমণাত্মক খেলা রিয়াল ১৮তম মিনিটে এগিয়ে যায়। বেল শট নিলে সেখান থেকে বল একজনের পায়ে লেগে দিক পাল্টে পোস্ট জালে জড়ায়। তবে বিরতির পর ৫৭তম মিনিটে ইউনিয়নিস্তাস এক বিপরীতমুখী আক্রমণে সমতায় ফেরে। গোল করেন আলভারো রোমেরো।

কিন্তু ৬২তম মিনিটে আত্মঘাতী গোলে কপাল পোড়ে স্বাগতিকদের। স্প্যানিশ ডিফেন্ডার হুয়ান গনগোরা বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়ান। পরে অতিরিক্ত সময়ে ব্রাহিম দিয়াস গোল করে দলের জয় নিশ্চিত করেন।