হাজারীবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : রাজধানীর হাজারীবাগ এলাকায় সিকদার মেডিক্যাল হাসপাতালের পেছনে কাজ করা সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক শ্রমিক আহত হয়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৪২ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি গনমাধ্যমে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা এরশাদ হোসেন।

তিনি জানান, সকাল ১০টা ৪২ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।পরে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করি। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে সিকদার মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।