শেষ বলের রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ভারতে চার দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। পাটনায় শ্বাসরুদ্ধকর এক ম্যাচে শেষ বলে ২ উইকেটে থাইল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তারা।

সোমবার বিহারের পাটনায় অনুষ্ঠিত এ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে থাইল্যান্ডের মেয়েরা।

জবাবে শামিমা সুলতানার ৩৭ বলে ৩৮ রানের ইনিংসে ভর করে ১৬.১ ওভারে ২ উইকেটেই ৯১ রান তুলে ফেলেছিল টাইগ্রেসরা। কিন্তু শামিমা এলবিডব্লিউ হওয়ার পরই ম্যাচ ঘুরে যায়।

২ উইকেটে ৯১ রান থেকে একটা সময় ৮ উইকেটে ১১২ রানে পরিণত হয় বাংলাদেশ। ১৯তম ওভারে তিনটি উইকেট হারিয়ে হারের শঙ্কায়ই পড়ে গিয়েছিল মেয়েরা।

সেখান থেকে শেষ ওভারে চার বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ২৮ রানের ঝড়ো ও নাটকীয় এক ইনিংস খেলে দলকে উদ্ধার করেন ফাহিমা খাতুন।

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি হিসেবে এই চার দলের টুর্নামেন্ট খেলতে গেছে বাংলাদেশ। এখানে ভারতের দুটি দল-‘এ’ ও ‘বি’ নামে খেলছে। ভারতীয় ‘বি’ দল উঠেছে ফাইনালে। বুধবার পাটনায় তাদেরই মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।