নিউজ ডেস্ক : দেশব্যাপী বহুল আলোচিত ক্যাসিনো খ্যাত সম্রাটের সহযোগী জাকির হোসেনকে ভোলা সদর উপজেলার চরনেয়াবাদ এলাকা থেকে আটক করেছে র্যাব। র্যাব-৮ সদস্যরা জাকিরকে আটক করে আজ সন্ধ্যায় ভোলা থানায় হস্তান্তর করেছে।
এ সময় তার কাছ থেকে ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ভোলা থানার ওসি এনায়েত হোসেন। তিনি জানান, র্যাব বাদী হয়ে ভোলা থানায় মামলা দায়ের করেছে। ওই মামলায় জাকিরকে ক্যাসিনো খ্যাত সম্রাটের ব্যবসায়িক পার্টনার উল্লেখ করা হয়েছে।
ওসি জানান, জাকির হোসেন বয়স ৪৫, পিতা- মৃত আব্দুল মান্নান, সাং- শান্তি নগর, ঢাকা, নাম পরিচয়ের এক ব্যক্তিকে র্যাব সদস্যরা আটক করে ভোলা থানায় হস্তান্তর করেছে। তবে সে সম্রাটের সহযোগী কি না তা নিশ্চিত করেনি পুলিশ।
সূত্র জানায়, জাকিরকে ভোলা জেলা শহরের চরনেয়াবাদ এলাকায় নতুন পাসপোর্ট অফিস সংলগ্ন তার নানা শ্বশুর বাড়ি থেকে আটক করা হয়। এদিকে জাকিরকে আটকের বিষয়ে র্যাবের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।