নিউজ ডেস্ক : আজারবাইজানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।
পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শেখ হাসিনা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা সেখানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বর্তমানে ১৮তম ন্যাম সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন।