নিউজ ডেস্ক : ভারতের দুটি গুরুত্বপূর্ণ রাজ্য, মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনের ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন বিজেপি জোট এগিয়ে আছে।
বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত মহারাষ্ট্রের ২৮৮টি আসনের মধ্যে বিজেপি-শিবসেনা জোট ১৭৭টি আসনে এগিয়ে আছে, ৯১টি আসনে এগিয়ে থেকে তাদের পরেই আছে কংগ্রেস-এনসিপি জোট; ভারতীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই মহারাষ্ট্রের প্রধান শহর।
অপরদিকে রাজধানী দিল্লি সংলগ্ন হরিয়ানা রাজ্যের ৯০টি আসনের মধ্যে বিজেপি ৪৩টি আসনে ও কংগ্রেস ২৬টি আসনে এগিয়ে আছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে। এ রাজ্যে সরকার গঠনের জন্য বিধানসভার ৪৬ জন সদস্যের সমর্থন প্রয়োজন হবে।
বুধবার রাজ্য দুটির বিধানসভা নির্বাচনের ভোটূ হয়। এ দুটি রাজ্য নির্বাচনে জয় পেলে দেশের ওপর বিজেপির নিয়ন্ত্রণ আরও জোরদার হবে।
চলতি বছর মোদীর নেতৃত্বাধীন বিজেপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনর্নির্বাচিত হওয়ার পর এই প্রথম দেশটির দুটি রাজ্য বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হল।