নিউজ ডেস্ক : ১১ মিনিট সময়ের মধ্যে অবিশ্বাস্য এক হ্যাটট্রিক করলেন রহিম স্টারলিং। অবদান রাখলেন আরেক গোলেও। ইংলিশ এই ফরোয়ার্ডের দুর্দান্ত নৈপুন্যে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘সি’ গ্রুপের ম্যাচে আটলান্টাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি।
ঘরের মাঠে প্রথমার্ধে ম্যানচেস্টার সিটির হয়ে জোড়া গোল করেন সার্জিও আগুয়েরো। তারপরও ম্যাচশেষে আলো পুরোটাই ইংলিশ উইঙ্গার স্টারলিংয়ের ওপর।
শুরুতে অবশ্য সেভাবে গুছিয়ে ওঠতে পারেনি ম্যানসিটি। সেই সুযোগ কাজে লাগিয়ে ২৮ মিনিটের মাথায় এগিয়ে যায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসা আটলান্টা। পেনাল্টিতে গোল করেন রাসলান মালিনোভস্কি।
তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি সিটিজেনরা। ৩৪ মিনিটে স্টারলিংয়ের ক্রস থেকে ডান পায়ের শটে জাল কাঁপান আগুয়েরো। ৪ মিনিট পর আরও এক গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের। এবার পেনাল্টি থেকে। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানসিটি।
দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটের মাথায় নিজের প্রথম গোল করেন স্টারলিং। ৬৪ মিনিটে দ্বিতীয় আর ৬৯ মিনিটে নিজের তৃতীয় গোল তুলে নিয়ে হ্যাটট্রিকও পূরণ করে ফেরেন ইংলিশ ফরোয়ার্ড।
এই জয়ে তিন ম্যাচে সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।