আগামীকাল ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল রবিবার (১৩ অক্টোবর) প্রকাশ করা হবে। শনিবার ঢাবি’র জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রোববার ১টায় প্রকাশ ফলাফল প্রকাশ করা হবে।

সেখানে আরও বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাবি ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

‘খ’ ইউনিটে এ বছর দুই হাজার ৩৭৮টি আসনে ভর্তির জন্য আবেদনকারীর সংখ্যা ছিল ৪৫ হাজার ১৮ জন।