প্রথমবারেই বাজিমাত রোহিতের

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ছয় বছর আগে নিজের অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা। এরপর ঠিক সেভাবে এগোয়নি তার টেস্ট ক্যারিয়ার। রোহিতকে মিডলঅর্ডারে ব্যাটিং করানোর কারণে কম সমালোচনা সইতে হয়নি ভারতীয় টিম ম্যানেজম্যান্টকেও।

তাই এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজে প্রথমবারের মতো রোহিত শর্মাকে ওপেনার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের টিম ম্যানেজম্যান্ট। আর এ সিদ্ধান্তে প্রথম ইনিংসেই বাজিমাত করেছেন রোহিত, হাঁকিয়েছেন সেঞ্চুরি।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ থাকা ম্যাচে বিশাখাপত্তমে খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ভারত। টস জিতে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত খেলছেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং মায়াঙ্ক আগারওয়াল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৭ ওভারে বিনা উইকেটে ১৯০ রান করে ফেলেছে ভারত। নিজের ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়ে ১০৭ রানে খেলছেন রোহিত। সেঞ্চুরির অপেক্ষায় থাকা মায়াঙ্কের সংগ্রহ ৮০ রান। টেস্ট ক্রিকেটে এর আগে ওপেনার হিসেবে খেললেও, ঘরের মাঠে এবারই প্রথম ইনিংস সূচনা করতে নেমেছেন মায়াঙ্ক।

তবে এখনও পর্যন্ত দিনের সব আলো রোহিতের ওপর। কেননা অনেক আলোচনা চলছিল তার ওপেনিংয়ে নামাকে কেন্দ্র করে। সেসবকে দূরে সরিয়ে ভারতের চতুর্থ ক্রিকেটার হিসেবে ইনিংস ওপেন করতে নেমে প্রথমবারেই সেঞ্চুরি করেছেন রোহিত। তার শিখর ধাওয়ান, লোকেস রাহুল এবং পৃথ্বি শ করে দেখিয়েছেন এই কীর্তি।