নিউজ ডেস্ক : সিরিয়ার তুর্কি সীমান্ত সংলগ্ন আলেপ্পো প্রদেশে এক গাড়িবোমা হামলায় অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ডজনখানেক মানুষ। রবিবার আলেপ্পোর কোবানবে শহরে এ গাড়িবোমা হামলা চালানো হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় কোবানবে হাসপাতাল সংলগ্ন একটি কার পার্কিংয়ে এ বিস্ফোরণ ঘটানো হয়। তুরস্ক সীমান্ত থেকে এর দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি।
সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে লাখ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ।