নিউজ ডেস্ক : গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় ‘রাঁধুনি হোটেল’ নামে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে ১৫ জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে পাশের আরেকটি রেস্তোরাঁর একাংশ ধসে পড়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত পৌনে দুইটার দিকে রাঁধুনি হোটেলের রান্নাঘরে বিস্ফোরণ হয়। এ সময় বিকট শব্দে পাশের তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের একাংশ ধসে যায়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়।
গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, দগ্ধ ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।