নিউজ ডেস্ক : রানুর গানের সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন গানে কণ্ঠ দিচ্ছেন তিনি। এবার হিমেশের পুরোনো একটি জনপ্রিয় গানের রিমেক করলেন রানু। তার কণ্ঠে শোনা গেলো সেই গানটি। সোমবার গানটির কিছু অংশ প্রকাশ করেছেন হিমেশ রেশমিয়া।
‘৩৬ চায়না টাউন’ সিনেমার ‘আশিকি মে তেরি’ গানটি সেই সময় ব্যাপক জনপ্রিয় হয়েছিল। এবার রানুকে দিয়ে নতুন আঙ্গিকে গানটি গাওয়ালেন হিমেশ। ‘তেরি মেরি কাহানি’ ও ‘আদত’ গানের পরে এবার শোনা যাচ্ছে রানুর ‘আশিকি মে তেরি’।
সম্প্রতি স্টেশনে বসে মঙ্গেশকরের ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানটি ভাইরালের মাধ্যমে রানুর জীবনের মোড় ঘুরে যায়। রাতারাতি জনপ্রিয় হয়ে যান রানু। এরপর কলকাতায় দুর্গাপূজার একটি থিম সং করার সুযোগ আসে। পরে হিমেশের সুর দেয়া ‘তেরি মেরি’ গানটি করেন।
চমকের শেষ এখানেই নয়, হিমেশ রেশমিয়ার পর রানুকে এবার ‘দাবাং ৩’ এর জন্য প্রস্তাব দিয়েছেন সালমান। শিগগিরই হয়তো এই গানটির রেকর্ডিংয়ে দেখা যাবে রানুকে। রানুর বায়োপিকও নির্মাণ হতে যাচ্ছে শিগগিরই।