বেলের জোড়া গোলে হার এড়াল রিয়াল

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ভিয়ারিয়ালের বিপক্ষে দুবার পিছিয়ে পড়ে হারের শঙ্কায় পড়েছিল রিয়াল মাদ্রিদ। তবে প্রথমার্ধে দলকে সমতায় ফেরানো গ্যারেথ বেল শেষ দিকে করলেন আরেকটি গোল। তাতে স্বস্তির এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো জিনেদিন জিদানের দল।
ভিয়ারিয়ালের মাঠে রবিবার রাতে লা লিগার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। জানুয়ারিতে গত আসরের প্রথম দেখায় দলটির সঙ্গে একই স্কোরে ড্র করেছিল প্রতিযোগিতার সফলতম দলটি।
লিগে টানা দুই ম্যাচ জয়শূন্য রইলো রিয়াল। সেল্তা ভিগোকে ৩-১ গোলে হারিয়ে লিগ শুরু করা জিদানের দল গত সপ্তাহে রিয়াল ভাইয়াদলিদের সঙ্গে ঘরের মাঠে ১-১ ড্র করেছিল।
রক্ষণের দুর্বলতায় ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে রিয়াল। মাঝমাঠে সের্হিও রামোসের ভুলে বল পেয়ে জেরার্দ মোরেনো এগিয়ে গিয়ে ডিফেন্ডার রাফায়েল ভারানের দুই পায়ের ফাঁক দিয়ে ডি-বক্সে সতীর্থকে পাস দেন। ক্যামেরুনের ফরোয়ার্ড তোকো একাম্বির দুর্বল শট গোলরক্ষক থিবো কোর্তোয়া ঠেকালেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। আলগা বল সহজেই জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড মোরেনো।
৩২তম মিনিটে লুকাস ভাসকেসের ক্রসে ফাঁকায় বল পেয়ে লক্ষ্যভ্রষ্ট হেড করেন কাসেমিরো। তিন মিনিট পর পাসিং ফুটবলে দারুণ একটি আক্রমণ শানায় রিয়াল; কিন্তু শেষটায় পাশের জালে মেরে হতাশা বাড়ান ভাসকেস। ৪৫তম মিনিটে করিম বেনজেমার জোরালো শট পোস্টে লাগলে আবারও গোলবঞ্চিত হয় অতিথিরা।
বিরতির ঠিক আগ মুহূর্তে সমতায় ফেরে রিয়াল। ডান দিকে গোলরক্ষককে ফাঁকি দিয়ে দানি কারভাহালের বাড়ানো বল গোলমুখে ফাঁকায় পেয়ে অনায়াসে লক্ষ্যে পাঠান ওয়েলসের ফরোয়ার্ড বেল।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে মুহূর্তের ব্যবধানে দুটি ভালো সুযোগ পায় রিয়াল। দুটি প্রচেষ্টাই রুখে দেন গোলরক্ষক আন্দ্রেস ফের্নান্দেস। ৬০তম মিনিটে জালে বল পাঠিয়েছিলেন বেনজেমা। কিন্তু ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।
৭৫তম মিনিটে আবারও গোল খেয়ে বসে রিয়াল। হাভিয়েরের গোলমুখে বাড়ানো বল টোকা দিয়ে ঠিকানায় পাঠান স্প্যানিশ মিডফিল্ডার মোই গোমেস।
৮৬তম মিনিটে হার এড়ানো গোলের দেখা পায় রিয়াল। লুকা মদ্রিচের পাস ডি-বক্সে পেয়ে এক জনকে কাটিয়ে নিচু শটে কাছের পোস্ট দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন বেল।
কদিন আগেও বেলের রিয়াল ছেড়ে যাওয়া অনেকটা নিশ্চিত ছিল। কোচ জিদান নিজেও তা জানিয়েছিলেন। ৩০ বছর বয়সী এই উইঙ্গারই ভিয়ারিয়াল ম্যাচে দলের নায়ক। অবশ্য ম্যাচে তার শেষটা হয়েছে হতাশায়। যোগ করা সময়ে দুই মিনিটের মধ্যে দুবার ফাউল করে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বেল।
তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
দিনের আরেক ম্যাচে এইবারকে ৩-২ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
শনিবার ওসাসুনার মাঠে ২-২ ড্র করা বার্সেলোনার পয়েন্ট ৪।