নিউজ ডেস্ক : ছুটি হয়ে গেল লঙ্কান ফিজিও চন্দ্রমোহনের। তার বদলে নতুন ফিজিও নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাম জুলিয়ান স্যালোফাটো। তিনিও দক্ষিণ আফ্রিকান।
হেড কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং চার্ল ল্যাঙ্গাভেল্ট, ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি আর ফিল্ডিং কোচ রায়ান কুকের পর জুলিয়ান হলেন পঞ্চম দক্ষিণ আফ্রিকান।
আজ রাত ১০টায় এক বিজ্ঞপ্তিতে ফিজিও হিসেবে জুলিয়ানের নাম ঘোষণা করে বিসিবি।
৪০ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান ও ইতালিয়ান ফিজিও বিশেষভাবে ইনজুরি প্রতিরোধক হিসেবে বিশেষ সমাদৃত। তিনি ২০২১ সালের নভেম্বর পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।