নিউজ ডেস্ক : কয়েকদিন আগে দুঃসংবাদ শুনতে হয়েছে তুরিনের বুড়িদের। জুভেন্টাসের হয়ে মৌসুম শুরুর আগেই নিউমোনিয়ায় আক্রান্ত হোন তুরিনের নতুন কোচ মাউরিসিও সারি। শেষ পযর্ন্ত অসুস্থ কোচের মুখে জুভরা হাসি এনে দিলেন জয় দিয়ে। পার্মার মাঠে ১-০ গোলের জয় নিয়ে ২০১৯-২০ মৌসুম শুরু করেছে গত আসরের ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
শনিবার পার্মার বিপক্ষে ম্যাচে জুভেন্টাসের একাদশে ছিলেন না পাওলো দিবালা। তবে ক্রিস্টিয়ানো রোনালদো, গঞ্জালো হিগুয়েন ও ডগলাস কস্তাকে নিয়ে সাজানো আক্রমণভাগ ম্যাচের শুরু থেকে ঝড় তুলতে থাকে স্বাগতিকদের শিবিরে।
এদিন ম্যাচের ২১ মিনিটে আলেক্স সান্দ্রোর কর্নার কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন এই ইতালিয়ান সেন্টার ব্যাক। নির্ধারিত সময় পযর্ন্ত এই ব্যবধান ধরে রেখে প্রথম ম্যাচেই তিন পয়েন্ট আদায় করে নেন সারির শিষ্যরা।