কাশ্মীরে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন, গুলি চালিয়েছে পাকিস্তান

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : পাকিস্তান বার বার সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে ভারত। বুধবার বিকেলেও কাশ্মীরে গুলি চালিয়েছে পাক সেনারা। ইন্ডিয়া ট্যুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার সুন্দেরবানি সেক্টরে বুধবার দুপুর ৩টা ৪৫ মিনিটে বিনা উস্কানিতে গুলি চালাতে থাকে পাক সেনারা। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনারাও।

পাক সেনারা হালকা অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে এবং মর্টার ও গোলাবর্ষণ করেছে। এর আগে গত মঙ্গলবার সকালেও কাশ্মীরের কৃষ্ণা ঘাঁটিতে পাকিস্তানের হামলায় এক ভারতীয় জওয়ান নিহত হয়েছেন।

পাক সেনাদের গোলাগুলিতে আহত হয়েছেন আরও চারজন। তবে পাকিস্তানের সেনা মুখপাত্র এক টুইট বার্তায় দাবি করেছেন যে, কৃষ্ণা ঘাঁটিতে ভারতের এক সেনা কর্মকর্তাসহ ৫ জওয়ান নিহত হয়েছেন। পাকিস্তানের এমন দাবি প্রত্যাখ্যান করে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তান মিথ্যা বলছে।