নিজেকে প্রমাণ করে দলে ফিরলেন চান্দিমাল

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য সাবেক অধিনায়ক দীনেশ চান্দিমালকে দলে ফিরিয়েছে শ্রীলঙ্কা। দুই ম্যাচের সিরিজের জন্য ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। যেখানে চান্দিমালসহ ফেরানো হয়েছে বেশ কয়েকজন ক্রিকেটারকে।

ডানহাতি অফস্পিনার দিলরুয়ান পেরেরা, আকিলা ধনঞ্জয়, উদ্বোধনী ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকা, ডানহাতি পেসার লাহিরু কুমারারা একসময় নিয়মিত মুখ ছিলেন শ্রীলঙ্কার টেস্ট দলে। তবে জায়গা হারিয়েছেন দল থেকে। এবার পুনরায় তাদের ডেকেছে লঙ্কান বোর্ড।

এছাড়া ২২ সদস্যের স্কোয়াডে রয়েছে দুই অনভিষিক্ত ক্রিকেটার- ব্যাটিং অলরাউন্ডার শেহান জয়াসুরিয়া এবং পেসার আসিথা ফার্নান্দো। আগামী সপ্তাহে এ স্কোয়াডটিকে ১৫ জনে নামিয়ে আনা হবে।

এদিকে হ্যামস্টিং ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে খেলতে পারেননি অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তিনিও ফিরেছেন দলে। তার একসময়কার ডেপুটি চান্দিমালকে অবশ্য প্রমাণ করতে হয়েছে নিজেকে। শ্রীলঙ্কার ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্টে ৫৫.৭৫ গড়ে ২২৩ রান করেছেন তিনি।

আগামী ১৪ আগস্ট গলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে শ্রীলঙ্কা। পরে কলম্বোর পি সারা ওভালে ২২ আগস্ট হবে শেষ ম্যাচ।

দুই টেস্টের জন্য ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াড
দিমুথ করুনারাত্নে (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দীনেশ চান্দিমাল, লাহিরু কুমারা, লাহিরু থিরিমান্নে, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নিরোশাল ডিকভেলা, ধনঞ্জয় ডি সিলভা, অ্যাঞ্জেলো পেরেরা, ওসাদা ফার্নান্দো, দানুশকা গুনালিথাকা, শেহান জয়াসুরিয়া, চামিকা করুনারাত্নে, দিলরুয়ান পেরেরা, আকিলা ধনঞ্জয়, লাসিথ এম্বুলদেনিয়া, লাকশান সান্দাকান, সুরাঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা এবং আসিথা ফার্নান্দো।