এবার ইতিহাসের সফলতম হজ ব্যবস্থাপনা : ধর্ম প্রতিমন্ত্রী

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবার ইতিহাসের একটি সফলতম হজ ব্যবস্থাপনা পরিচালনা করা হয়েছে।

রবিবার দুপুর ১২টায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে ‘হজ কার্যক্রম ২০১৯’ এর সমাপণী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই এবার হজযাত্রীদের কোনো ধরনের ভোগান্তি হয়নি। এ বছর হজের খরচ কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে। ফলে হজযাত্রীদের বিমান ভাড়া বাবদ ১০ হাজার ১৯০ টাকা পর্যন্ত কমানো সম্ভব হয়েছে।

তিনি বলেন, হজের ভিসাপ্রাপ্ত যাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৭৩৬ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সযোগে ইতোমধ্যে ১ লাখ ১৯ হাজার ৮০০ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। বাকিরা রবিবার ও সোমবার (৫ আগস্ট) পৌঁছাবেন।

তিনি আরও বলেন, সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৯২৩ ও বেসরকারি ব্যবস্থাপনায় ২ লাখ ২০ হাজার মানুষ এবার হজ পালনে গিয়েছেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, এবার প্রথম বারের মতো চালু হওয়া ‘রোড টু মক্কা ইনিশিয়েটিভ’ তথা ঢাকায় সৌদি ইমিগ্রেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।