নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন ও নিজেদের মধ্যে গোলাগুলিতে একজনসহ মোট চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে এসব ঘটনা ঘটে।
টেকনাফ থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, ‘শুক্রবার ভোর ৪টার দিকে টেকনাফের নুরুল্লাগুনা নামক পাহাড়ে এক দল ডাকাত অবস্থান করছে খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের ওপর গুলি চালায় ডাকাতরা। পরে পুলিশও পাল্টা গুলি চালালে ৩ জন নিহত হন।’
এছাড়া বৃহস্পতিবার রাত ২টার দিকে মেরিন ড্রাইভ সড়কের ধজাপাড়া এলাকায় দু’দল সন্ত্রাসীর নিজেদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন বলেও জানিয়েছেন ওসি। তবে তাৎক্ষণিকভাবে কারও পরিচয় জানা যায়নি।