এখন ভিক্ষুকের ডাক শোনা যায় না ॥ তথ্যমন্ত্রী

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এখন আর ভিক্ষুকের ডাক শোনা যায় না । এখন আর বিক্ষোভ বাসায় গিয়ে বলে না, মা আমাকে একটু বাসি ভাত দাও। বরং বাসি ভাত দিলে সেটা মালিকের মাথায় মারবে ভিক্ষুক।

সোমবার সকাল ১০টায় বনানী নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, এই বছর আমরা দুই লাখ টন খাদ্য রফতানি করবো। খাদ্য রফতানি করতে হলে আগে নিজের দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হয়। আমরা দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আওয়ামী লীগ সরকার খুদাকে জয় করতে সক্ষম হয়েছে

আগামী নির্বাচনের আগে দরিদ্রতার হার ১০% নেমে আসবে দাবি করে তিনি বলেন, ১৯৭৫ সালে বাংলাদেশের জিডিপির হার ছিল ৭.৪ তা আমরা আর অতিক্রম করতে পারি নাই। গত দুই বছর আগে আমরা তা অতিক্রম করতে সক্ষম হয়েছি‌ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশকে আবার নতুন রূপে সাজিয়ে তুলেছিলেন উন্নতির শিখরে নেওয়ার জন্য, ।কিন্তু সে সুযোগ তিনি পাননি।

মন্ত্রী নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃপক্ষকে বলেন, তাদের বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বঙ্গবন্ধুর নামে যে সকল বই বের হয়েছে সেগুলোকে সংরক্ষণ করার জন্য। সেগুলো সংরক্ষণ করতে খুব বেশি জায়গার প্রয়োজন হবে না ।আমি আশা করব নর্দান ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই কাজটুকু করবেন।

তিনি বলেন, মালয়েশিয়া আশির দশকে বাংলাদেশ পড়ালেখা করতে আসছেন। তারা এখন উন্নত রাষ্ট্রের কাতারে নাম লিখিয়েছেন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমরাও উন্নত রাষ্ট্রের কাতারে নাম লেখাতে সক্ষম হতে পারতাম তাদের আগে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, উন্নত রাষ্ট্র গঠন করতে হলে উন্নত জাতি গঠন করতে হবে। আর সে উন্নত জাতি গঠন করা হয় বিশ্ববিদ্যালয়গুলোতে। মেধার সমন্বয় ঘটিয়ে উন্নত রাষ্ট্র গঠন করতে হবে।

তিনি আরও বলেন ,আমার কাছে জীবন হলো একটা যুদ্ধক্ষেত্র ।সেই যুদ্ধক্ষেত্রের জয়লাভ করতে হবে। স্বপ্ন নিজের জন্য না দেখে দেশ ও জাতির জন্য স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্নকে বাস্তবায়ন করে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডা. মশিউর রহমান ,বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ উপাচার্য ড. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর আবু ইউসুফ চেয়ারম্যান নর্দান ইউনিভার্সিটি ট্রাষ্ট।