নিউজ ডেস্ক : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান মুহম্মদ এরশাদের নামাজে জানাজা পৃথক চারটি স্থানে অনুষ্ঠিত হবে।
রবিবার বেলা ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
তিনি বলেন, আজ বাদ জোহর আর্মি সেন্ট্রাল মসজিদে এরশাদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া সোমবার (১৫ জুলাই) সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় নামাজে জানাজা ও বেলা ১১টায় বায়তুল মোকাররম মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এর পর হেলিকপ্টারযোগে রংপুরে নেওয়া হবে তাকে। সেখানে চতুর্থ জানাজা শেষে ঢাকায় এনে সামরিক কবরস্থানে দাফন করা হবে এরশাদকে।
গত ১০ দিন ধরে ঢাকার সিএমএইচ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা এরশাদ সকাল ৭টা ৪৫ মিনিটে মারা যান। তার বয়স হয়েছিল ৯০ বছর।
এরশাদের নামাজে জানাজা হবে ৪ স্থানে
