নিউজ ডেস্ক : চট্টগ্রামে আনোয়ারা উপজেলায় পোশাক শ্রমিক গণধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুল নুর প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছে। শনিবার ভোর রাতে আনোয়ারা ইকোনোমিক জোনের পাহাড়ের ভেতরে এ ঘটনা ঘটে।
আব্দুল নুর আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকার আবদুস সাত্তারের ছেলে। সে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মূল পরিকল্পনাকারী। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, অভ্যন্তরীণ কোন্দলে দুপক্ষের মধ্যে গোলাগুলিতে আব্দুল নুর নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ৪ জুলাই চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডের একটি কারখানার এক শ্রমিক কাজ শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পরে আনোয়ারা থানার চৌমুহনীর অদূরে কালারমার দীঘি এলাকায় তিনি গণধর্ষণের শিকার হন। পরে দুর্বৃত্তরা ওই শ্রমিককে সড়কে ফেলে যায়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
চট্টগ্রামে গণধর্ষণ মামলার আসামি গুলিতে নিহত
